মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে আরাকান আর্মির সীমান্ত দখল

মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে আরাকান আর্মির সীমান্ত দখল করে শক্ত ঘাঁটি গেড়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ সীমান্ত এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে, তাই এ সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত। চীনকে পাশে পেলে প্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করছেন তারা।
দীর্ঘ উত্তেজনার পর এখন অনেকটাই শান্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। বান্দরবান ও কক্সবাজারে এখন আর মিয়ানমার থেকে গোলা আসছে না।
বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারের সীমান্ত এলাকার সেনা ঘাঁটি বিচ্ছিন্নতাবাদী ও আরাকান আর্মি দখলে নিয়েছে। সীমানা থেকে পিছু হটেছে মিয়ানমারের সামরিক জান্তারা। এ পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা নেই।
রাখাইনসহ বেশ কিছু রাজ্যে এখন শক্ত অবস্থানে রয়েছে আরাকান আর্মি। যারা রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনই সুযোগ মিয়ানমারকে চাপ দেওয়া। চীন সহায়তা করলে তো কথাই নেই।
মিয়ানমারের অখণ্ডতা ধরে রাখাই এখন দেশটির মূল চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা।