মেয়াদোত্তীর্ণ খাবার ও ঔষধ বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নতুন বাজার অভিযান করেছে। মেয়াদোত্তীর্ণ খাবার ও ঔষধ বিক্রয়ের দায়ে এ সময় ৩ প্রতিষ্ঠানকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কাপ্তাই নতুন বাজার এলাকায় রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক রানা দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে নতুনবাজার আজমীর কুলিং কর্ণারকে ৩ হাজার টাকা এবং স্বাদ কুলিং কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে কর্ণফুলী মেডিকেল হলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ,নতুন বাজার সেক্রেটারি এম করিম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।