মেসির সঙ্গে আল-হিলালের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি

fec-image

কিছুদিন ধরেই লিওনেল মেসির আল-হিলালে যাওয়ার কথা শোনা যাচ্ছিল।

মঙ্গলবার (৯ মে) এএফপি জানিয়েছে, মেসির সঙ্গে সৌদি ক্লাবটির প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তি হয়ে গেছে।

একটি বিশস্ত সূত্র জানান, মেসির সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা জানিয়েছে। সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশাল অঙ্কের বিশেষ চুক্তি। আমরা এখন কাজ গুছিয়ে আনার কাছাকাছি আছি।’

সৌদি আরবের পর্যটনদূত হিসেবে কয়েক দিন আগে মেসি সৌদি সফরে যান পুরো পরিবার নিয়ে। তখনই মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছিল স্প্যানিশ রেডিওস্টেশন ‘অন্ডা সেরো।’ স্প্যানিশ এই রেডিওস্টেশনের ‘রেডিওস্টেশন নচ প্রোগ্রামে’ জানা গেছে, সৌদিতে যাওয়ার আগে মেসি বার্সেলোনায় এক বছর থাকতে চান। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে।

অন্যদিক পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে আগামী মাসে। বিনা অনুমতিতে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন। দুই পক্ষের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, মেসিও এই মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। মেসি অবশ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়েছিলেন বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আল-হিলাল, কোটি টাকা, চুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন