রবিবার থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জবি
আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গত মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রথমে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত এক মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রণয়ন নিয়ে আন্দোলন ও ক্লাস বর্জন কর্মসূচি পালনের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দাবি মেনে নিলেও তখন কোটা সংস্কার আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার পর অবশেষে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।