রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে পালন হচ্ছে সরস্বতী পূজা

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে।বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সোমবার (০৩ ফেব্রুয়ারি) সারা দেশের মত রাঙামাটিতেও উদ্‌যাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা।শীতের হিমেল হাওয়ায় উদ্বেলিত ধরনী, কুয়াশা মাখা শিউলি, জবা, গাঁদা আর নানা ফুলের সুভাসে আগমন হয় দেবী সরস্বতীর।বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করে বিদ্যা লাভের আশায় আরাধনা করে সরস্বতী দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেন।প্রতি বছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যার দেবী সরস্বতী।মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে।রাঙামাটি জেলার সবকটি মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ আয়োজনে বড় পরিসরে সরস্বতী পূজা পালিত হচ্ছে বলে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানোর পর সকাল নয়টা থেকে শুরু হয় বাণী অর্চনা। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনাও করা হয় অনেকস্থানে সন্ধ্যায় থাকবে আরতি। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন