হ্রদ-পাহাড়ের শহর

রাঙামাটিতে আসতে শুরু করেছে পর্যটক

fec-image

পবিত্র ঈদুল আযহার ছুটিতে হ্রদ-পাহাড়ের শহর পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। সোমবার (৯ জুন) ঈদের তৃতীয় দিনে পর্যটকরা জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে।

জেলার পর্যটন স্পট ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, আরণ্যক, আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পর্যটকরা পরিবার-পরিজন কেউ বা বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে মনের আনন্দচিত্তে ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন।

এদিকে সোমবার সকাল থেকেই জেলার সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু এলাকায় পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। অনেক পর্যটক এখানকার অপরূপ সৌন্দর্যমন্ডিত স্মৃতি ধরে রাখতে নিজ মুঠোফোনে সেলফি, ছবি এবং স্থির চিত্র ধরে রাখতে দেখা গেছে।

আবার কেউ বা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আবার অনেক পর্যটক পর্যটন ঘাট থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদের সৌন্দর্য অবলোকন করতে বেড়াতে বের হয়ে গেছেন।

রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক ব্যাংকার জেসমিন জামান বলেন, রাঙামাটি সব সময় আমাদের কাছে টানে। কাশ্মিরের পর আমার কাছে রাঙামাটি বেশি পছন্দের স্থান। তাই ছুটি পেলে আগে ছুটে আসি এখানে। এরপর অন্যান্য জায়গা ঘুরে বেড়াবো।

তিনি আরও বলেন, আজ মাত্র আসলাম। এখানে আরও দু’দিন থাকবো। এই দু’দিনে পুরো রাঙামাটি ঘুরবো। সাথে, মা, স্বামী, সন্তান রয়েছে।

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ব্যবসায়ী সামশুল আলম বলেন, আমার জেলার পাশে রাঙামাটি। বিদেশের চাইতেও সৌন্দর এমন জায়গা ভ্রমণ না করে কোথাও যাবো। ব্যবসায়ীক কাজে আসি আর বেড়াতে আসি সবসময় রাঙামাটি আমার কাছে ভ্রমণের অন্যতম প্রিয় স্থান।

পর্যটন ঘাটের ম্যানেজার ফখরুল আলম বলেন, গত দুদিনে এখানে ভাল পর্যটকের সাড়া পাচ্ছি। পর্যটকরা সুবলং ঝরণা, পাহাড়ি গ্রাম এবং কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখার জন্য বোাট নিয়ে বেড়িয়ে পড়ছেন। আশা করছি পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, রাঙামাটিতে ভাল পর্যটক আসা শুরু হয়েছে। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন