রাঙামাটিতে করোনা আক্রান্ত ৩৩জন

fec-image

রাঙামাটিতে দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রোবার (১১ জুলাই) সর্বশেষ রাঙামাটি পিসিআর ল্যাবে ১২৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৩জনের পজেটিভ আসে।

আক্রান্ত ৩৩জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১৬জন, কাপ্তাইয়ে ১২জন, লংগদু উপজলোয় ০৪জন এবং রাজস্থলী উপজেলায় ০১জন আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন একহাজার ৯৬৮ জন, সুস্থ্য হয়েছেন এগারো হাজার ৯০৫জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০জন। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন, ১৩হাজার ৮৭৩জন। এরমধ্যে নেগেটিভ এসেছে ১১,৭০৬ জনের। রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৪হাজার ৪৯জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৮৮১জন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, স্বাস্থ্য বিভাগ বসে নেই। আমাদের মেডিকেল টিম সদা জাগ্রত থেকে কাজ করছে। সরকার করোনা থেকে বাঁচতে প্রচারণা চালাচ্ছে। তবে মানুষ যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে করোনার সংখ্যা বাড়বে। সকলের প্রতি অনুরোধ তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন