রাঙামাটিতে মন্দির, বিহার রক্ষায় মাঠে নেমেছে পিসিসিপির নেতাকর্মীরা
রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহার, গীর্জা রক্ষায় বিশেষ টিম গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। তিনদিন ধরে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহাড়া দিচ্ছেন।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ এবং যেকোন দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে তাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করতে মোবাইল নম্বর প্রদান করছেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, ‘দেশের এ ক্রান্তিলগ্নে আমরা ঘরে বসে না থেকে জনমানুষের পাশে দাঁড়িয়েছি। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ না করা পর্যন্ত আমরা মাঠে আছি।’
Facebook Comment