রাঙামাটিতে শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে পিসিজেএসএসের গণসমাবেশ

fec-image

রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। জোর করে অস্ত্র দিয়ে এসব সমস্যা সমাধান করা যাবে না।

রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য আরও বলেন, আমরা অধিকার আদায়ে মাঠে নেমেছি। অধিকার আদায় করে ঘরে ফিরবো।

সাবেক গেরিলা নেতা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোন সন্ত্রাসী কার্যক্রম করে না। অস্ত্র যেদিন জমা দিয়েছি সেইদিন সশস্ত্র কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা পিছিড়ে পড়া পাহাড়িদের অধিকার কথা বলতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি যাতে দ্রত পার্বত্য চুক্তির সকল ধারা বাস্তবায়ন করে সরকার।

সংগঠনটির জেলার সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মণি চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন