রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের ২নেতা আটক


রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।
আটককৃতরা হলেন- রাঙামাটি পৌর এলাকার ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৩) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)।
ওসি বলেন, শুক্রবার দিনগত মধ্যরাতে জেলা শহরের ভেদভেদী ও তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে শনিবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বলে ওসি যোগ করেন।
ঘটনাপ্রবাহ: কোতয়ালী, রাঙামাটি
Facebook Comment