রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের কারণে রাঙ্গামাটিতে খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়িয়েছেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে একটি আঞ্চলিক সংগঠন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে শহরের পৌরসভা এলাকাসহ বিভিন্ন এলাকার কর্মহীন ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, স্টিয়ারিং কমিটির সদস্য মো. সাব্বির আহমেদ, কাজী মো. জালোয়া, মো. হাবিব আজম, নাজিম আল হাসান প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্যা লে পাহাড়ি ও বাঙালিদের অধিকার রক্ষার জন্য কাজ করে। এই দুর্যোগের সময় পাহাড়ি ও বাঙালিদের পাশে থাকবে এবং আছে। এমনকি দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সাথে এক সাথে কাজ করে যাবে বলে তারা জানান।