‘রাজনীতি সংস্কার করতে পারলে দুর্নীতি দূর করা সম্ভব’
রাজনীতি সংস্কার করতে পারলে রাষ্ট্র, সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটিতে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ।
রোববার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তরুণ প্রজন্মের আত্মত্যাগ আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জের নাম দুর্নীতি। রাজনীতি হচ্ছে করাপশনের হেড। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা জীবনের বিনিময়ে আমাদের যে দায়িত্ব দিয়েছে তা আমরা পালন করবো।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলার সভাপতি ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।