রাজস্থলীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

fec-image

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ।

রবিবার (২৮শে মে) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও ) শান্তনু কুমার দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, ওসি তদন্ত শামসউদ্দিন , উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীগণ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বটাই ছিলো এদেশের মানুষকে শান্তির জন্য। তারই লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। তাই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদযাপন, জুলিও কুরি শান্তি পদক, বঙ্গবন্ধু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন