রাজস্থলীতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা


রাঙ্গামাটি জেলা রাজস্থলী বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে কয়েকটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিশেষ করে উচ্চ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র ।
মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করা,পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রাজস্থলী থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনাকালে পাইকারী ও খুচরা বাজারে যথাযথভাবে ভাউচার সংরক্ষণ এবং যাতে কেউ অবৈধ মজুদ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।