রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে মতবিনিময় সভা

fec-image

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল কাপ্তাই জোনের ব্যবস্থপনায় রাজস্থলী সাব জোনের উদ্যােগে ক্যাম্প প্রাঙ্গনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি, নবাগত জোন কমান্ডার (৫৬ ইস্ট বেঙ্গল) লেঃ কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি, রাজস্থলী সাবজোন কমান্ডার মেজর মঞ্জুর, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কবির, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ ছাদেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, রাজস্থলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, হেডম্যান উথিনসিন মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আহমদ, সাংগটনিক সম্পাদক ধনরাম কর্মকার প্রমুখ।

মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মিজানুল হক, পিএসসি, বলেন, ২৩ বেঙ্গলের সাথে আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন একইভাবে ৫৬ বেঙ্গলকে সহযোগিতা করে আসবেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে, নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। চাঁদাবাজী অস্ত্রের ঝনঝনানী যেখানে হোক না কেন তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। ইতিপূর্বে রাজস্থলী একটা শান্তিপ্রিয় এলাকা ছিল। কিছু স্বার্থনেশী মহল পাহাড় অস্থিশীলে পরিণত করেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। নইলে এ পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আসবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন