রাস্তা নির্মাণ কাজে ইউপিডিএফ সন্ত্রাসীদের বাধা

রামগড়ে অপহরণের চেষ্টা রুখে দিলেন শ্রমিকরা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে সরকারি রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারের কর্মচারীকে অপহরণের চেষ্টা করেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। নির্মাণ কাজের শ্রমিক ও স্থানীয় গ্রামবাসীদের বাধারমুখে ওই সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

বুধবার (২৫ জুন) রামগড়ের সোনাইআগা এলাকায় এ ঘটনা ঘটে। মুলত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই কর্মচারীকে অপহরণের চেস্টা করে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো: নুরুল হোসেন নুরু।

তিনি রামগড় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সোনাইআগা রাস্তা কার্পেটিং এর কাজ চলছিল।

বুধবার বেলা ২টার দিকে কাজ চলা অবস্থায় একটি মোটরসাইকেলে করে ইউপিডিএফের দুইজন সন্ত্রাসী সাইডে এসে সাইড কর্মচারী মো. জহিরকে একপাশে ডেকে নিয়ে তাদের অনুমতি ছাড়া রাস্তার কাজ কেন করা হচ্ছে এসব প্রশ্ন করে।

এ নিয়ে ওই দুই সন্ত্রাসীর সাথে কর্মচারীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় শ্রমিকরা সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসে। তারা ইটপাটকেল ছোঁড়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

ঠিকাদার নুরু আরো বলেন, এ ঘটনায় সোনাইআগা গ্রামের পাহাড়ি-বাঙ্গালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বলেছে, উন্নয়ন কাজের কোন বাধা তা বরদাস্ত করবে না। সন্ত্রাসীদের যে কোন বাধা বা উৎপীড়ন সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে গ্রামবাসীরা। ঠিকাদার নুর হোসেন নুরু বলেন, বিজিবি খবর পেয়ে টহলে এসেছে। থানাকেও জানানো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন