রামগড়ে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


রামগড় আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আহসান উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু আহমেদ, মাথ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: আইডিয়াল, পুরস্কার, বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা
Facebook Comment