রামগড়ে শান্তি পরিবহনে যুবকের লাশ, চালক পলাতক
খাগড়াছড়ি প্রতিনিধি:
রামগড় থানার পুলিশ ঢাকা থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি নৈশ কোচ থেকে বুধবার সকালে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। কোচের চালক ও স্টাফরা রামগড়ে লাশসহ গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া লাশটি ঐ কোচের হেলপার সাইফুল ইসলামের বলে পুলিশ জানিয়েছে। সে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন সংলগ্ন এলাকার বাসিন্দা মনু মিয়ার পুত্র ।
জানাযায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি নৈশ কোচ (নম্বর চট্রো মেট্রো ব ১১-০১৫৩) বুধবারবার ভোর সাড়ে ৬টার দিকে রামগড়ে পৌঁছার পর গাড়ির চালক শাহাদাৎ হোসেন ও সুপারভাইজার নজরুল ইসলাম চেয়ার কোচটি মাস্টারপাড়া এলাকায় খাগড়াছড়ি সড়কের পাশে থামিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঐ গাড়িতে একজন যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এসে লাশ ও চেয়ার কোচটি থানায় নিয়ে যায়।
একটি সূত্র জানায়, হেলপার সাইফুল ইসলাম(৩০) ঢাকার কাঁচপুরে চলন্ত অবস্থায় গাড়ির ছাদে মালপত্র বাধার সময় হঠাৎ ছিটকে নিচে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর বিষয়টি চালক আঁচ করতে পেরে পুনরায় গাড়িটি ঘুরিয়ে সড়কে পড়ে থাকা হতভাগ্য হেলপারের লাশ তুলে নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।
সূত্র জানায়, রামগড় পৌঁছার পর গ্রেফতারের ভয়ে কোচের চালক ও সুপারভাইজার গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে রামগড় থানায় কোচের চালক শাহাদাৎ হোসেনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে।