রামুতে বলৎকারে শিকার কিশোর, ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্ত যুবক


কক্সবাজার রামুর দক্ষিণ মিঠাছড়িতে সংখ্যালঘু পরিবারের কিশোর বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা দায়েরের ২ সপ্তাহ পার হলেও অভিযুক্ত রুহুল আমিন প্রকাশ রুবেল আটক হয়নি।
গত ২০ এপ্রিল বেলা আড়াইটার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয় কিশোরকে (পরিচয় গোপন রাখা হলো) নিজের বাড়িতে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন রুহুল আমিন প্রকাশ রুবেল। এ ঘটনায় পরদিন ২১ এপ্রিল রামু থানায় মামলা (নং ২৩) দায়ের করেন বলৎকারের শিকার কিশোরের পিতা। মামলায় অভিযুক্ত রুহুল আমিন প্রকাশ রুবেল (৩৮) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
মামলার বাদী জানিয়েছেন, এ ঘটনার ২ সপ্তাহ পার হলেও এখনো অভিযুক্ত ব্যক্তি ধরা পড়েনি। এমনকি অভিযুক্ত ব্যক্তি উল্টো মামলা প্রত্যাহারের জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ কারণে তিনি বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিল্টন মন্ডল জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামি রুহুল আমিন রুবেল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রুহুল আমিন রুবেল পথভ্রষ্ট হওয়ায় পরিবারের সদস্যরাও তার উপর ক্ষিপ্ত।