রামুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের রামুতে বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমার কাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেরান কবির ওই গ্রামের রবিউল হাসানের ছেলে।
নিহত শিশু মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য বালতি রাখা হয়। পানি ভর্তি ওই বালতি নিয়ে শিশুটি খেলা করছিলো। এক পর্যায়ে শিশুটি পানি ভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।
পরে এক পর্যায়ে বৃষ্টির পানি ভর্তি বালতির ভিতরে শিশুটিকে দেখতে পাওয়া যায়। শিশুটিকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান জানান, বাড়ির আঙিনায় বৃষ্টির পানি ভর্তি বালতিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক।