রামুর জোয়ারিয়ানালায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

fec-image

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ওই এলাকার সাবেক স্বাস্থ্য পরিদর্শক মৃত মোহাম্মদ আলীর স্ত্রী শাহজাহান বুলবুল আকতার (৫৫), ছেলে মহি উদ্দিন (৩৫) ও ছৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিন (২৭)। সোমবার (২২ জুন) সকাল দশটায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার দুপুরে ৫জনকে অভিযুক্ত করে রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার মহি উদ্দিন। হামলায় অভিযুক্তরা হলেন, একই এলাকার ফরিদুল আলমের ছেলে রবিউল কবির, মৃত গুরা মিয়ার ছেলে শামসুল আলম, ফরিদুল আলমের স্ত্রী এলোমন নাহার, মৃত আহমদ শরীফের ছেলে মনজুর আলম, মৃত গুরা মিয়ার ছেলে জাফর আলম।

হামলায় আহত মহি উদ্দিন জানিয়েছেন, হামলাকারীরা দীর্ঘদিন তাদের পিতার ক্রয়কৃত কৃষি জমি জোরপূর্বক জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। সোমবার ওই জমিতে তাদের চাষাবাদ চলাকালে হামলাকারীরা দা, লাঠি-সোটা নিয়ে পরিকল্পিতভাবে বাধা দেয়ার চেষ্টা চলায়। এসময় খবর পেয়ে জমিতে গিয়ে বাধা দেয়ার কারণ জানতে চাইলে জবর-দখলকারী চক্র পূর্ব পরিকল্পনামতে তাদের উপর হামলা শুরু করে। হামলাকারীদের দা এর কোপে তার মায়ের বুকে জখম হয়। এছাড়া তিনি এবং তার ছোট ভাই ছৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিনও হামলায় আহত হয়েছেন। স্থানীয় জনতা এগিয়ে এসে আহত শাহজাহান বুলবুল আক্তার ও তার দুই ছেলেকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, প্রতিপক্ষের, হামলায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন