‘রাষ্ট্র ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেন না শেখ হাসিনা’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করছেন। দেশের স্বার্থ রক্ষার জন্য রাস্ট্র পরিচালনা করছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে বন্ধু ভাবেন, বিদেশী কাউকে প্রভু মানেন না। তাছাড়া রাষ্ট্র ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেন না বলে এমন মন্তব্য করেন ধর্ম বিষয়ক সম্পাদক।
শনিবার (২৯ এপ্রিল) সকালে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব এসব কথা বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় পায়না, ভয় পায় বিএনপির মত দল ক্ষমতায় আসলে বিদ্যুৎ এর বদলে থাম্বা পায়, বিশ্বে দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়।”
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মো. শফিক মিয়া, ইউনুচ বাঙ্গালী, জহির হোসেন এমএ,, জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম, সাইফুদ্দিন খালেদ, নুরুল আজিম কনক, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী চেয়ারম্যান, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড মঈনুল হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি এম হামজালাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সায়েদ আমিন নিশান, পৌর যুবলীগ সা. সম্পাদক মো. আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, মো.ইউছুপ মনো, ইউছুপ ভুট্টো, নবী হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।
এর আগে মাও. আরিফ হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।