রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার আশ্বাস আইসিআরসির
তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি গ্রামবাসীদের খোঁজখবর নিয়েছেন আইসিআরসি কক্সবাজার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খোঁজখবর নিতে এসে এক মতবিনিময় সভার আয়োজন করেন তারা।
এতে আইসিআরসি ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আর তুমব্রু ও কোনার পাড়া গ্রামের ৮ জন প্রতিনিধি তাদের সমস্যার কথা তুলে ধরেন আইসিআরসি প্রতিনিধি দলকে। এ দলের প্রধান ছিলেন কো-অর্ডিনেটর মোহাম্মদ সরওয়ার।
সভায় গ্রামবাসী বলেন, বিগত ৫ বছর ধরে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত । এ সময় তারা তুমব্রু কোনার পাড়ার পার্শ্বস্থ নো ম্যান্স ল্যান্ডের থাকা ৬/৭ হাজার রোহিঙ্গার উপদ্রব তাদের এ ক্ষতির কারণ । এছাড়া গত ১৮ জানুয়ারি মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও সংঘর্ষের জের ধরে পুরো ১ মাস ধরে দ্বিতীয দফা অত্যাচার তাদের পিঠের উপর দিয়ে গেছে সোয়া ৪ হাজার রোহিঙ্গার কারণে। এভাবে অনেক অভিযোগ তুলেন ধরেন তারা।
এ সময় ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম মেম্বার। তিনি এসব বিষয়ের সত্যতা স্বীকার করেন পার্বত্যনিউজকে বলেন, গ্রামবাসী রোহিঙ্গাদের কারণে আর্থিক, সামাজিক, পারিবারিক ও পরিবেশগতসহ অন্যান্য নানা সমস্যায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈঠকে আইসিআরসি প্রতিনিধি দলটি গ্রামবাসীকে তাদের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত সহায়তা পাওয়ার আশ্বাস দেন।