রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দিলে তারা অধিকার আদায় করে নিতে পারবে: মেজর হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রভুভক্তির কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশপ্রীতির কারণে এটা হচ্ছে। আমার দলের মত নয়, তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, উপযুক্ত সময়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের দেশে পাঠিয়ে দিলে তারা নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে পারবে।
সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট কালাম ফয়েজী।
আয়োজক সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাসদের সহসভাপতি অ্যাডভোকেট এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল, সাইফুল ইসলাম শিশির প্রমুখ।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু-একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু-একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।
তিনি বলেন, ভারতের সীমান্তে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। অথচ এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।
সভাপতির বক্তব্যে হারুনূর রশিদ জাতিসংঘ সহ বহু পাক্ষিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে দেশের নিরাপত্তা বাহিনীকে দ্রুততার সাথে শক্তিশালী করার আহ্বান জানান।