রোহিঙ্গারা ফাঁকি দিচ্ছে কাঁটাতারের বেড়া: নিয়ন্ত্রণ জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা

fec-image

রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে সেনাবাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে। কিন্তু কাঁটাতারের কাজ শেষ হওয়ার আগেই রোহিঙ্গারা সেই কাঁটাতারের ফাঁক দিয়ে চলাফেরা শুরু করেছে। ঝুঁকি নিয়ে কাঁটাতার পার হয়ে তারা বাজারে যাওয়া আসা করছে। কোনো আইন যেন তারা মানছেই না।

এদিকে, রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ ফারুক আহমদ সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করায় নিরাপত্তা জোরদার হবে।
ক্যাম্পে কিছু খারাপ লোক ঢুকে অপরাধমূলক কর্মকাণ্ড করছে। কাঁটাতারের বেড়া এমনভাবে করতে হবে যেন কোন উপায়ে বের হওয়া না যায়। আর বেড়া হয়ে গেলে আগের মতো লোকজন চলাচল করতে পারবে না। এই উদ্যোগ আরও আগে নেয়া প্রয়োজন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, কিছু অসৎ মানুষ রয়েছে, তারা এই কাঁটাতারের বেড়া হওয়ায় নাখোশ। কেননা তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। এই বেড়া বসলে হয়তো আগের মতো তারা কাজ করতে পারবে না। তবে বেশিরভাগ রোহিঙ্গা এই কাঁটাতারের বেড়া নির্মাণে খুশি হয়েছেন।

উখিয়ার স্থানীয় বাসিন্দা আবুল বশর বলেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন, অপহরণ, মাদক ও মানবপাচারের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছিল। এখন ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বাংলাদেশ সেনাবাহিনী শুরু করেছে। এটা স্থানীয়দের মতো রোহিঙ্গাদের জন্য ভালো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন