রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে ১ নারী নিহত: আহত -২
টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মারামারিতে নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুই নারী।
তথ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়।
এ সময় ৪০ বছর বয়সী এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিলা লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৪০)।
এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছে। তারা-মো. আমিনের মেয়ে ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘দুই পক্ষের ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অপরাধীদের ধরে আইনের আওতায় আনবে।’