রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ উপজাতি যুবক আটক

fec-image

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে এক উপজাতি যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর জি/৭ ব্লক থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম রবিন লেতাটিয়া। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের হরিখোলা গ্রামের ক্যাচচিং চাকমার ছেলে।

৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ক্যাম্পের ভেতরে এক উপজাতি যুবকের অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একটি রিবলভার, চার রাউন্ড গুলি, ২ হাজার ২৭২ পিস ইয়াবা এবং আনুমানিক ১৭০ গ্রাম গুঁড়া হয়ে যাওয়া ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক যুবককে জব্দকৃত মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়টি উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ মোরশেদ সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন