রোহিত শর্মার সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল ভারত

fec-image

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা ভারতকে আরও একবার পথ দেখালেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের সেঞ্চুরি ও বিরাটের অর্ধশতকে অজিদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জয় এবং হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল টিম ইন্ডিয়া।

শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে ২৩৬ রানে গুটিয়ে যায় অজিরা। জবাবে রোহিতের সেঞ্চুরি ও কোহলির হাফসেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পায় ভারত।

রোহিত শর্মা এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেন, যা সব সংস্করণ মিলিয়ে তার ৫০তম আন্তর্জাতিক শতক। ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২১ রান করেন তিনি। অন্য প্রান্তে বিরাট কোহলি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৮৩ রান তুললেও পরের দিকে ভারতের তরুণ পেসার হর্ষিত রানা দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে যায় অজিদের ব্যাটিং লাইন-আপ। হর্ষিত ৮.৪ ওভার বল করে ৩৯ রানে নেন ৪ উইকেট।

অজিদের হয়ে ম্যাট রেন’শ করেন ৫৬ রান এবং অধিনায়ক মিচেল মার্শ ৪১। শেষ পর্যন্ত ২৩৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

ম্যাচের সেরা ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা। তিন ম্যাচে তার সংগ্রহ ২০২ রান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন