র্যাফেল ড্র বিজয়ী রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করলো স্যামসাং
আইটি ডেস্ক:
স্যামসাং রেক্স সিরিজের রিটেইলারদের নিয়ে অতি র্যাফেল ড্র এর আয়োজন করেছিলো স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এই র্যাফেলে ড্র অনুষ্ঠীত হয় গত ২৫ এপ্রিল এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় আজ। ড্র এর মাধ্যমে ৫০ জন বিজয়ীকে নির্বাচন করা হয়। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
Facebook Comment