সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে বান্দরবানে বিশেষ সভা অনুষ্ঠিত

fec-image

সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে বান্দরবানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ জুন ) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জেরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবী। এ সময় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. মামুনুর রশিদ সহ বিভিন্ন বাস, ট্রাক , টমটম , মাহিন্দ্রা, মোটরসাইকেল মালিক সমিতির সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা সড়কে আইন শৃংখলা ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সেই সাথে যারা বেপরোয়া ভাবে বিভিন্ন গাড়ি চালান সে সমস্ত গাড়িচালকদের আইনের আওতায় আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

এছাড়া পর্যটন নগরী বান্দরবানে আগত পর্যটকদের যানবাহনের সেবা নিশ্চিত করার জন্য সকল চালক ও মালিক সমিতির সহ সর্বস্তরের জনসাধারণকে সাহায্য-সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন