সন্ত্রাসীদের গুলিতে আহত বড়তলী ইউপি চেয়ারম্যান মারা গেছেন


সন্ত্রাসীদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা আটদিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ মে) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বলে নিশ্চিত করেছেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে নিজের ইউনিয়নের বড়তলী মারমা পাড়ায় একটি মাচাং বাড়িতে নৈশভোজ করার প্রস্তুতিকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর তাকে উন্নতি চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। ঘটনার দিন তার হাতে ও পায়ে গুলি লেগেছিল।
নিহত চেয়ারম্যান আতুমং মারমা অনিবন্ধিত পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন।

















