সরকারের দুর্নীত দুঃশাসনে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনাচ্ছে: ওয়াদুদ ভূইয়া

বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, সরকারের সীমাহীন দুর্নীত দুঃশাসনে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনাচ্ছে। দেশের মানুষ জেগে উঠেছে। সরকার পালাবার পথ খুঁজছে।
নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার (৯ মার্চ) খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ এজিএম মাসুম রাসেল ও বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর।
সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমেদ চৌধুরী, ক্ষেত্রে সোহন রোয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, খনিরঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা সেচ্ছাসেকদ দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় নুর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সহ-সভাপতি মিটুন রানী ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।