সাইফ চন্দনের ‘কয়লা’য় বুবলী


দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। এখন শাকিব খানের বলয় ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। অন্য নায়কদের বিপরীতে তাকে পর্দায় দেখা যাচ্ছে। এবার এই নায়িকা সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।
সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এই সিনেমার নায়ক এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে বর্তমান সময়ের কোনো এক নায়কের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
সাইফ চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি শুটিংও চলতি বছরে শুরু হবে।
সিনেমা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘প্রথমে সিনেমার গল্প বুবলীকে শোনানো হয়। তিনি গল্প ও চরিত্র শুনে আগ্রহ প্রকাশ করেন। এরই মধ্যে চুক্তিও করা হয়েছে তার সঙ্গে। আশা করছি সব মিলিয়ে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো।’
সূত্র: রাইজিংবিডি.কম