বিশ্বকাপের আগেই এক হলেন সাকিব-তামিম

বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশি বাঁহাতি ওপেনার তামিমের জায়গা না হওয়ায় চারদিকে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরেও সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
সমস্যাটা পুরোনোই-জানা থাকলেও তাদের দুইজনকে এক করতে পারেনি বিসিবি। তবে যে কাজটি বিসিবি পারেনি সে কাজটি করে দেখাল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। তারা ঠিকই এক করে ফেলেছে দেশের সর্বকালের সেরা এ দুই ক্রিকেটারকে।
বুধবার (৪ অক্টোবর) নগদের পক্ষ থেকে সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয়।
আলোচিত সেই ভিডিও কনটেন্ট দেখা গেছে, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দুজন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।
নগদের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, দেশের জন্য স্বপ্ন ও সাহস থেকেই দুজনকে এক করার চিন্তা করেছেন তিনি।
তানভীর বলেন, সাকিব-তামিমকে একসঙ্গে আনার ব্যাপারটা-এটা এসেছে মূলত স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব-তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়! তানভীর আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষ চায় সাকিব-তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে দেশের জন্য জয় নিয়ে আসুক।
সম্প্রতি বিশ্বকাপ দলে তামিমের থাকা না থাকা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছে। সাকিব কিছু ব্যাপারে সরাসরি তামিমকে দোষ দিয়েছেন। তামিমের হঠাৎ অবসর নিয়ে দলকে হারানোয় অবদান রাখার অভিযোগও তুলেছেন সাকিব। আবার তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, ম্যানেজমেন্ট তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে। ম্যানেজমেন্টের মধ্যে তো অধিনায়ক সাকিবও আছেন। ফলে দুজনের সম্পর্ক আর জোড়া লাগবে না বলেই মনে হচ্ছিল; কিন্তু এরই মধ্যে চমক নিয়ে এলো নগদ।