সাজেকে পর্যটকদের ঢল: খুলেছে খাগড়াছড়ি-সাজেক

fec-image

দীর্ঘ এক মাসেরও বেশি সময় স্থবির থাকার পর অবশেষে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই সাজেকের পথে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

সাজেক পরিবহণ মালিক সমিতির তথ্য অনুযায়ী, আজ সকালে ২৫টি পিকআপ ছাড়াও অসংখ্য সিএনজি ও বাইকে করে পর্যটকরা সাজেকের পথে রওনা দেন।

গত ৮ অক্টোবর থেকে খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেকেই অপেক্ষায় ছিলেন। পর্যটন চালু হওয়ায় তারা আনন্দিত।

অনেক পর্যটক প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে এসেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। ইতোমধ্যে সাজেক ও খাগড়াছড়ির হোটেল ও কটেজগুলোতে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং শুরু হয়েছে।

সাজেক ছাড়াও খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনাসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বলে আশা করা হচ্ছে।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায়, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন