তদন্ত শেষে দোষী হলে শাস্তি পাবে, নির্দোষ হলে ছাড়া পাবে

সাবেক রাষ্ট্রপতি হামিদকে গ্রেপ্তার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

fec-image

আড়াইহাজার থানা পরিদর্শনে গিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ‘আবদুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন’ বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (৯ জুন) আড়াইহাজার থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি হামিদকে গ্রেপ্তার করা হয়নি। তার তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে সে (আবদুল হামিদ) দোষী হলে শাস্তি পাবে, আর নির্দোষ হলে ছাড়া পাবে। যে নির্দোষ সে যেন শাস্তি না পায়।

তিনি আরও বলেন, আবদুল হামিদকে বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবে, আর দোষী হলে শাস্তি পাবে।

আড়াইহাজার থানা এলাকার বিষয়ে তিনি বলেন, এই এলাকা ডাকাত প্রবণ। এখানে ডাকাতি যেন কমে সেজন্য আপনারা (পুলিশ) লোকজনকে সজাগ করবেন। আপনাদের এলাকার লোকজনেরও এজন্য বদনাম হয়। মাদক ও ডাকাতির ব্যাপারে আপনারা জনগণকে সচেতন করবেন।

এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা পুলিশ সদস্যদের নিজ এবং পরিবারের সদস্যদের খবর নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন