সীমান্তে বিএসএফের আরও ১২ জনকে পুশ-ইন

fec-image

মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনন্দবাস ক্যাম্প সূত্রে জানা গেছে, ভোরে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশি ১২ নাগরিককে ঠেলে দেয়। বিজিবি সদস্যরা তাদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন, আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটকরা জানান, কয়েক বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখানে তারা দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে রাখে। সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে এনে পুশ-ইন করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন