সেন্টমার্টিনে ৩২,০০০ পিস ইয়াবাসহ পাচারকারী আটক
টেকনাফের সেন্টমার্টিনে ৩২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।ধৃত পাচারকারীর নাম মো. আমান উল্লাহ (৩২)।
শনিবার (২৩ অক্টোবর) ভোর রাতে সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানার সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাত আনুমানিক দেড় টায় সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক করে।
পরে ব্যাগটি তল্লাশী করে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।