‘সেমিফাইনালের জন্য কোয়ালিফাইড’, এ কেমন পোস্ট ওয়েস্ট ইন্ডিজের!
অল্প পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া ম্যাচটা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ উইকেটের জয়ে স্বাগতিক ক্যারিবীয়দের বিদায় করে সেমিফাইনালে পৌঁছে গেছে প্রোটিয়ারা।
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজেদের ফেসবুক পেজে জয়ের পোস্ট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। শেয়ার করা ছবিতে লেখা ছিল, ‘সেমিফাইনালের জন্য কোয়ালিফাইড তথা উত্তীর্ণ।’ আর পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের কখনও বাইরে ধরো না।’
সঙ্গে সঙ্গেই পোস্টটি মুছে ফেলা হয়েছে। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই পোস্ট। ম্যাচ শেষে আরেকটি পোস্টে তারা লিখেছে, ‘বিধ্বস্ত।’
অ্যান্টিগায় এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নেমে ৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮১ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান এবারের আসরে প্রথম খেলতে নামা কাইল মায়ার্স ও রোস্টন চেজ। এই জুটি গড়ার পথে তিনটি ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররা। ১২তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসির বলে আউট হন ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান করা মায়ার্স।
১২তম ওভারে দলীয় ৮৬ রানে মায়ার্স ফেরার পর বিপদ বাড়ে ওয়েস্ট ইন্ডিজের। নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় সংগ্রহ পায়নি ক্যারিবীয়রা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন চেজ। শেষদিকে আন্দ্রে রাসেল ২টি ছক্কায় ৯ বলে ১৫ ও আলজারি জোসেফ ৭ বলে ১টি ছক্কায় অপরাজিত ১১ রান করেন।
১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিক্সকে শূন্য ও কুইন্টন ডি কককে ১২ রানে শিকার করেন পেসার আন্দ্রে রাসেল। ২ ওভারে ২ উইকেটে ১৫ রান পায় দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টিতে প্রায় সোয়া এক ঘন্টা বন্ধ হয় খেলা। এতে ১৭ ওভারে ১২৩ রানের নতুন টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা।
খেলার শুরুর পর ষষ্ঠ ও অষ্টম ওভারে ২ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন আলজারি জোসেফ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম ১৮ ও হেনরিচ ক্লাসেন ২২ রানে আউট হন। ৭৭ রানে ৪ উইকেট পতনের পর ক্রিজে টিকে থাকতে সাবধানী হয়ে পড়েন ডেভিড মিলার। ১৪ বল খেলে মাত্র ৪ রান করে চেজের বলে বোল্ড হন মিলার।
মিলার যখন আউট হন তখন ৫ উইকেট হাতে নিয়ে ৩২ বলে ৩০ রান প্রয়োজন পড়ে দক্ষিণ আফ্রিকার। এরপর ট্রিস্টান স্টাবস ২৭ বলে ২৯ রান করে চেজের দ্বিতীয় শিকার হলে সাময়িক ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ২ ওভারে দক্ষিণ আফ্রিকার ১৩ রানের প্রয়োজনে, ১৬তম ওভারের দ্বিতীয় বলে কেশব মহারাজকে শিকার করেন চেজ। ঐ অবস্থায় ম্যাচে টান-টান উত্তেজনা।
১৬তম ওভার থেকে ৮ রান এলে , শেষ ওভারে ৫ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার। কিন্তু পেসার ওবেড ম্যাককয়ের করা ১৭তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ২০১৪ সালের পর দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার সেমিফাইনালে তুলেন মার্কো জানসেন। ৭ উইকেটে ১২৪ রান করে প্রোটিয়ারা।