স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
দীর্ঘ এক দশক আগ থেকে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস না পাওয়ায় স্থায়ী ক্যাম্পাস পেতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবার শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস না থাকায় রাঙামাটির প্রায় ছয় লাখ মানুষ উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। রাঙামাটি সদর হাসপাতালের অস্থায়ী একটি ছয়তলা ভবনে প্রতিষ্ঠালগ্ন থেকে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত পরিবেশ নেই, ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করতে চরম বেগ পেতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনের কোন ব্যবস্থা নেই।
অবিলম্বে মেডিকেল কলেজে একটি স্থায়ী ক্যম্পাস গড়ে তুলতে এ সমাবেশ থেকে সরকারের প্রতি জোর আহ্বান জানান শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী তানভীর আহম্মেদ, সালম আফরিন, মো. শাফাকাতুল ইসলাম এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চাকমা।