জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে জামায়াতের কর্মসূচি

১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ করবে

fec-image

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের প্রথম দিন থেকে টানা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির এই কর্মসূচি ৮ অগাস্ট পর্যন্ত চলবে।

শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জুলাই দলের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াত।

অন্য কর্মসূচির মধ্যে আছে-

🔶১ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান।

🔶 ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ।

🔶 ৮-১৫ জুলাই জামায়াত নেতারা শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া মাহফিল।

🔶 ১৬ জুলাই রংপুরে ‘শহীদ’ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

🔶 ১৯ জুলাই জামায়াত-ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ।

🔶 ২০-২৪ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম।

🔶 ২৫-২৮ জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

🔶 ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা।

🔶 ১ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, দেশব্যাপী গণমিছিল।

🔶 ৬-৮ আগস্ট সাংবাদিক-শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-প্রকৌশলী ও ‘আলেম-ওলামাদের’ উদ্যোগে আলোচনা সভা।

২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যার পরিণতিতে গণঅভ্যুত্থানে সে বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

জুলাই অভ্যুত্থানে স্মরণে ইতোমধ্যে অন্তবর্তী সরকারও মাসব্যাপী কর্মসূচি নিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন