২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

fec-image

কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৫ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে রিজিয়ন সদর দপ্তরের শহিদ লে. মুশফিক হলে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শহীদ লে. মুশফিকের পরিবারের হাতে বিভিন্ন সম্মাননা প্রদান করেন । পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন ।

এর আগে আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান গুইমারা রিজিয়ন, বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন। এরপরপরই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকি, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম মোরশেদ সরোয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেচ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল এ এইচএম জোবায়ের, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা রিজিয়ন, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন