‘‌ডিপ্রেশন হচ্ছে বড়লোকদের বিলাসিতা, গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না’

fec-image

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মানসিক অবসাদ’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি বলেছেন, ‘ডিপ্রেশন শহরের শব্দ। এসব বড়লোকদের বিলাসিতা। যারা জীবনযুদ্ধে ব্যস্ত, তাদের জীবনে এসবের অস্তিত্ব নেই।’

ম্যাশেবল ইন্ডিয়াতে দেয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনও বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারওই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী। কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।’

অভিনেতা বলেন, ‘শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।’

নওয়াজ আরও বলেন, ‘যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাথে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না। কারও যখন পয়সা হয়, তখন এধরনের অসুখ হয়।’

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোম্যান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। ছবিতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। ছবিটি ২৬ মে মুক্তি পাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন