অবশেষে বিনা চিকিৎসায় মারা গেলেন মানিকছড়ির হতভাগী জমিলা

fec-image

দীর্ঘ কয়েক বছর বিনা চিকিৎসায় ও অভাব-অনটন এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকা প্যারালাইসিসে আক্রান্ত জমিলা খাতুন(৭৭) অবশেষে আজ (২১ নভেম্বর) সকালে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।

গত ১ নভেম্বর বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় সংবাদপত্রের অনলাইন ভার্সনে স্বামী সন্তান হারা জমিলার জীবন- প্রদীপ নিভে যাচ্ছে বিনা চিকিৎসা ও অনাহার- অর্ধাহারে শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রথমে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা ফুড প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন অমানবিক পরিবেশ ও দূর্বিসহ জীবন যাপনকারী জমিলার শয্যাপাশে। পরে প্রশাসনের নির্দেশে ইউপি সদস্য মোঃ কামাল হোসেন ওই জীবন- প্রদীপ সন্ধিক্ষণে থাকা জমিলার খোঁজখবর নিয়েছিলেন।

এর পর আর কেউ এর খবর নেয়নি। উন্নত চিকিৎসায়ও কেউ এগিয়ে আসেনি। ফলে জীবনের শেষ বেলায় এসে অত্যন্ত মানবেতর ও দুর্বিসহ এবং অমানবিক কষ্টেই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে জমিলাকে। শনিবার (২১ নভেম্বর) সকালে জীবনযুদ্ধের কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন জমিলা। পরে প্রতিবেশিরা জমিলার দাফন- কাফনের ব্যবস্থা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, রেড ক্রিসেন্ট সোসাইটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন