আওয়ামীলীগের এতরফা নির্বাচন প্রতিহত করতে লক্ষ্মীছড়িতে বিএনপির কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি লক্ষ্মীছড়ি উপজেলার ১১টি কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হয়। এ সংগ্রাম কমিটি গঠন উপলক্ষে এক বৈঠকে আওয়ামীলীগের শেখ হাসিনার মনগড়া এক তরফা নির্বাচন যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সেই সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারমস্যান ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ২৪ অক্টোবরের পর যে কোন কর্মসূচী পালনে সকল নেতা-কর্মী প্রস্তুত আছে বলেও বৈঠকে বক্তারা জানান দেন।

জানা যায়, সকল নেতৃবৃন্দদের মতামত ও সর্ব সম্মতিক্রমে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেনকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা সদরে অবস্থিত লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র “সংগ্রাম কমিটি” গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ফোরকান হাওলাদার, মো: সামশুল ইসলাম, মনির হোসেন মোল্লা, আলমগীর হোসেন ও মো: আজিজুল হক, জুলেখা বেগম, মো: গোলাম মোস্তফা, উছাখই মারমা, মো: কামাল হোসেন ফারুক, মো: মজিবুর রহমান, মো: মুনসুর আলী মিস্ত্রী সহ আরো অনেকে। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মকবুল আহমেদকে আহবায়ক করে মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কন্দ্রে কমিটি গঠন করা হয়। অপর দিকে সত্য বিকাশ চাকমা(শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), রতন বিকাশ চাকমা(যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো: দেলোয়ার হোসেন(জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), চাইলা প্রু মারমা(দুল্যাতলী জুনিয়র হাইস্কুল), পাইচাউ মার্মা(দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), দেবরানী চাকমা(বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল), সুশী কুমার চাকমা(ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাথেয়াই প্রু মার্মা (কুতুপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও নীল বর্ন চাকমা(মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়) কে আহবায়ক করে কেন্দ্র সংগ্রাম কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন