আমরা সবাই বাংলাদেশি, খাগড়াছড়ি স্বাভাবিক হলে সবার জন্য ভালো : মিতুল মারমা


খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে গুইমারায় তাণ্ডব ও সহিংসতা নিয়ে বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা বলেছেন, ‘যে ঘটনাটা ঘটেছে, সেটা শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় হওয়া উচিত নয়। আমরা সবাই বাংলাদেশি। এখানে আমি (জাতীয় ফুটবল দলে) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো।’
জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে প্রস্তুতির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে এই অহিংস মন্তব্য করেন তিনি।
বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশি পরিচয়ের বাইরে পাহাড়ে ভিন্ন পরিচয় প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সংঘাত ও ভেদাভেদ সৃষ্টির অশুভ পায়তারা চলছে। এক্ষেত্রে মিতুল মারমার ‘আমরা সবাই বাংলাদেশি’ মন্তব্য অমিমাংসিত বিষয়সমূহের অহিংস সমাধান বলে মনে করছেন অনেকে।
অসাধারণ প্রতিভায় পাহাড় থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা এই তরুণ ফুটবলারের এমন মন্তব্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা মিতুল মারমার বক্তব্য থেকে শিক্ষা নিয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, কথিত বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, পাশ্ববর্তী দেশের মদদে সহিংসতা ও সকল ষড়যন্ত্রের পথ পরিহার করুন। পাহাড়ের নতুন প্রজন্ম সহিংসতা, হানাহানি এগুলো পছন্দ করে না। তারা শান্তি চায়। ঐকবদ্ধভাবে দেশের জাতীয় স্বার্থে অবদান রেখে গর্বিত বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চায়।