আলীকদমের সহকারী শিক্ষিকা জয়নব স্টাডিট্যুরে মালয়েশিয়া যাচ্ছেন

Alikadam Teacher News.Pic

আলীকদম প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের অর্থানুকুল্যে ‘টিচার এডুকেশন-এ টিচার ট্রেনিং’এর ওপর স্টাডিট্যুরে যাচ্ছেন আলীকদম চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়নব আরা বেগম। ১০ এপ্রিল (সোমবার) মন্ত্রণালয়ের এডমিন-২ ব্রাঞ্চ থেকে জারী করা এক পত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি নাসরিন জাহান স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ‘টিচার এডুকেশন এ- টিচার ট্রেনিং’এর ওপর স্টাডিট্যুরে ৩ জন সরকারি কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন প্রধান শিক্ষক ও ৩ জন সহকারি শিক্ষিকা রয়েছেন।

এরমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেন, যশোরের জেলাপ্রশাসক এমডি হুমায়ুন কবির, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের মেন্টিন্যান্স ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এসিটেন্ট প্রোগ্রামার এমডি মনিরুজ্জামান, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিপারশি চাকমা ও আলীকদম উপজেলার চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়নব আরা বেগম।

উল্লেখ্য, সহকারি শিক্ষিকা জয়নব ২০১৫ সালের ৫-২২ জুলাই পর্যন্ত স্কুলস্ অনলাইন পার্টনারশীপের ওপর সরকারি আদেশে লন্ডন সফর করেন।

সেখানে তাকে লন্ডনের হেভারিংএর মেয়রের পক্ষ থেকে রানীর পোষাক পরিয়ে এওয়ার্ড প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন