আলীকদম হাসপাতালে ভাংচুর মামলায় একদিনের মাথায় সাংবাদিকের জামিন

fec-image

বান্দরবানের আলীকদম উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার অভিযোগে দায়ের করা মামলায় একদিনের মাথায় জামিন লাভ করেছে স্থানীয় সাংবাদিক হিল্লোল দত্ত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বান্দরবান এসিজিএম কোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত বিবাদীর জামিন মঞ্জুর করেছেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট মোহম্মদ আলমগীর চৌধুরী।

এর আগে গত ২৩ অক্টোবর আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহফুজর রহমান প্যাথলজির সরঞ্জাম ভাংচুর, সরকারি কাজে বাধা ও চাঁদা দাবীর অভিযোগ এনে থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিল্লোল দত্ত জানান, আমার কাছে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়নের অনেক ডকুমেন্ট আমার হাতে রয়েছে। এছাড়াও আমি ইতিপূর্বে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়ের করে।

হিল্লোল দত্তের নিযুক্ত আইনজীবি মোঃ আলমগীর জানান, হিল্লোল দত্ত হাসপাতালের যেসব অপকর্মের তথ্য সংগ্রহ করেছে এবং তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন তাতে আদালত সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) সহ এসব ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে আদালতে তলব করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন