`আ’লীগের দুঃশাসনের বিরুদ্ধে গ্রামেগঞ্জে ব্যাপক জনমত গড়ে তুলুন’

fec-image

আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে গ্রামেগঞ্জে ব্যাপক জনমত গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম। সাধারণ মানুষের জীবিকা নিশ্চিত করে লকডাউন দিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন তিনি।

শনিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দের সাথে তৃণমূল প্রতিনিধি সভায় রফিকুল ইসলাম সভাপতির বক্তব্যে এসব কথা বলছিলেন।

রফিকুল ইসলাম বলেন, টানা ক্ষমতার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে গেছে। সরকারি-বেসরকারি সব দপ্তরে চলছে লুটপাট। তাদের হিংস্র থাবা ও মিথ্যা মামলার ভয়ে সাধারণ মানুষ বোকার মত হয়ে গেছে। তবু থেমে গেলে চলবে না। দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনে গ্রামেগঞ্জে কাজ করতে হবে। আমরা শ্রমিক-জনতা মাঠে ছিলাম। মাঠেই থাকবো।

রফিকুল ইসলাম আরো বলেন, সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা না করে লকডাউন দেয়া মানে তাদের পেটে লাথি মারা। মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করে এমন লকডাউনের কোন মানে হয় না।

লকডাউনের আগে সর্বশ্রেণির মানুষের জীবিকার কথা বিবেচনার জন্য সরকারের নিকট আহ্বান জানান জেলা শ্রমিক দলের সভাপতি।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ কুতুবউদ্দিনের সঞ্চালনায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভুট্টু, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহের হোসেন, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন, চকরিয়া পৌরসভা শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, টেকনাফ উপজেলা শ্রমিকদলের সভাপতি হোসাইন আমিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার আহ্বায়ক রেজাউল করিম, কক্সবাজার পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আহমদ হোসেন গুরা মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাস্টার নুরুল আমিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ’লীগের, জনমত, দুঃশাসনের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন