আসছে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব

sony-500x275তথ্য প্রযুক্তি ডেস্ক:
বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-র চতুর্থ দিনে চমক দিল সোনি৷ তারা বিশ্বের সবথেকে পাতলা ট্যাবলেট আনার কথা ঘোষণা করল৷ তাদের নয়া এই ট্যাবলেটটির নাম সোমি এক্সপিরিয়া জেড-৪৷ তবে মোবাইল কংগ্রেসে সোনির তরফে তাদের নয়া জেড-৪ কে দেখানো হয় নি৷

সোনির তরফে জানানো হয়েছে তাদের নয়া এই ট্যাবটি হবে ‘সুপার ট্যাব’৷ তাদের এই সুপার ট্যাবে থাকছে ১০.১ ইঞ্চি ডিসপ্লে৷ পাশাপাশি এই ট্যাবলেটে থাকবে শক্তিশালী লিথিয়াম ব্যাটারি৷ তাদের এই ট্যাবটি ৩২ জিবি ও ৬৪ জিবি এই দুটি মডেলে বাজারে আনা হবে৷

সোনির তরফে আরো জানানো হয়েছে, তাদের নয়া এই ট্যাবটি হবে ৬.১ মিলিমিটার পাতলা৷ নয়া এই ট্যাবলেটটি পানির ভিতরেও সমান ভাবে কাজ করতে সক্ষম৷ তবে নয়া ট্যাবের দাম কত হবে এবং কবে নাগাদ বাজারে আনা হবে তা অবশ্য গোপন রাখা হয়েছে৷ এখন দেখার, নয়া এই ট্যাবটি কতটা বাজার মাতাতে পারে৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন